আবারও অবৈধ ভাবে অনুপ্রবেশ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক



Indiainfowaynews প্রতিনিধি:- বিকাশ ভট্টাচার্য, ধর্মনগর, ৫ অ‌ক্টোবরঃ  বাংলা‌দেশ থে‌কে ভার‌তের সীমান্ত টপ‌কে অস‌মের ক‌রিমগঞ্জ জেলায় প্র‌বেশ কর‌তে গি‌য়ে অসম ত্রিপুরা রাজ্য সীমা‌ন্তের বাজা‌রিছড়া থানা‌ধিন চুরাইবাড়ি ওয়াচ পো‌ষ্টের কর্তব্যরত পু‌লিশের হা‌তে ধরা পড়ল এক বাংলা‌দেশী যু্বক। ধৃত যুব‌কের নাম বল‌বির সিংহ(চ‌ল্লিশ), পিতার নাম মৃত বসন্ত সিংহ। বা‌ড়ি বাংলাদেশের‌ মৌল‌বীবাজার জেলা‌র রাজনগর থানা‌ধিন সোনাতলা গ্রা‌মে। কয়‌দিন পরপর স্থা‌নিয় এলাকায় বাংলা‌দেশী আটক নি‌য়ে চিন্তায় প‌ড়ে‌ছেন স্থা‌নিয়রা।তারা সীমান্তর‌ক্ষি বা‌হিনীর ভূ‌মিকায় নানা প্রশ্ন তুল‌তে শুরু ক‌রে‌ছেন। এ ম‌র্মে চুরাইবাড়ি ওয়াচ পো‌ষ্টের ইনচার্জ সুপ্রীয় ভট্রাচার্য্য জানান যে শুক্রবার সকাল আটটা নাগাদ পু‌লি‌শি টহ‌লের সময় যুবক‌টি ধরা প‌ড়ে ত্রিপুরা সীমান্তের  বাংলাথল চা বাগা‌নে। তার কাছ থে‌কে কিছু আপ‌ত্তিকর ন‌থি উদ্ধার ক‌রা হ‌লেও তা তদ‌ন্তের স্বা‌র্থে এই মুহুর্তে খোঁলাশা করা যা‌বে না। ত‌বে সে কেন অবৈধ উপা‌য়ে ভার‌তে প্র‌বেশ ক‌রে‌ছে এসব নি‌য়ে ধৃত যুবক‌টি‌কে পু‌লি‌শি জেরা করা হ‌লেও সে কোনও মন্তব্য ক‌রে‌নি।প‌রে ধৃত বাংলা‌দেশী‌কে বাজা‌রিছড়া থানার হাতে তুলে দেওয়া হ‌লে এদিনই তা‌কে ক‌রিমগঞ্জ আদাল‌তে সোপার্দ করা হ‌য়।‌ শে‌ষে আদাল‌তের নি‌র্দে‌শে তার ঠাঁই হয় জেল হাজ‌তে।প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্র‌তি পাথারকা‌ন্দির বি‌ভিন্ন রুট‌কে ক‌রি‌ডোর হিসা‌বে ব্যবহার ক‌রে একাংশ সমাজ বি‌রো‌ধীরা ত্রিপুরা সীমান্তে প্রবেশ করছে অনায়াসেই। একের পর এক আসামের যুবকরা যেভাবে বন্দুক, তাজা কার্তুজ ও নেশা সামগ্ৰী নিয়ে রাজ‍্যে প্রবেশ করছে তাতে আতঙ্কিত গোটা উত্তর জেলা বাসী। তেমনি পুলিশ প্রশাসনেও রয়েছে অত‍্যন্ত তৎপরতা। উত্তর জেলা সহ বরাক উপত্যকা  এলাকায় ত্রা‌সের রাজত্ব কা‌য়েম ক‌রে রে‌খে‌ছে মাফিয়ারা। যদিও তাতে দুরাজ‍্যের প্রসাশনের নজর রয়েছে । রা‌তের অন্ধকা‌রে পাচার হ‌চ্ছে নেশা সামগ্রী। এ‌সব কা‌ন্ডে এক‌দি‌কে যেমন স্থা‌নিয় কিছু যুবক‌রা জ‌ড়িত তা‌দের পাশাপা‌শি বাংলা‌দেশী যুবকরাও এস‌বে মদত যোগা‌চ্ছে। এ‌তে বি‌ভিন্ন বা‌ড়ি থে‌কে গবা‌দি পশু চু‌রি সহ একাংশ নাগ‌রিক‌দের বা‌ড়ি‌তে চু‌রি ডাকা‌তির মত কান্ডও সংঘ‌টিত হ‌চ্ছে। এদিকে ইনর্চাজ সুপ্রিয় ভট্টাচার্য জানান, বহু দিন যাবৎ তাদের কাছে বাংলাদেশী অনুপ্রবেশের খবর থাকলেও হাতেনাতে পাকড়াও করতে পারছিলেন না। আজ অবশ্য গ্ৰামবাসীদের সহযোগিতায় অনুপ্রবেশ কারি দের বামাল পাকড়াও করতে সফল হন প্রশাসন ।

Post a Comment

0 Comments