রাষ্ট্রিয় শিশু স্বাস্হ্য কার্যক্রম (RBSK) প্রকল্পে ১৮ অনুর্ধ দৃষ্টি প্রতিবন্ধিদের সনাক্তকরন শিবির



ধর্মনগর :- রাষ্ট্রিয় শিশু স্বাস্হ্য কার্যক্রম (RBSK) প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতলে ১৮ অনুর্ধ দৃষ্টি প্রতিবন্ধিদের সনাক্তকরন ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যেপি শিবিরে শিশুদের পরিক্ষা করা হবে এবং যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হবে তাদের গৌহাটির শঙ্কর দেব নেত্রালয়ে পাঠানো হবে সম্পুর্ণ বিনা মুল্যে। রোগির সাথে একজন ব্যক্তি যেতে পারবেন যার সম্পুর্ণ খরচ বহন করবে সরকার। ২ দিন ব্যাপী উক্ত শিবিরটির শুভ উদ্বোধন করেন বিধান সভার মানোনিয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন মহাশয়। তিনি বক্তব্যে বলেন এই ধরনের বৈপ্লবিক কার্যক্রম করছে কেন্দ্রীয় সরকার কিন্তু বিগত সরকারের আমলে এই জিনিস গুলো সাধারন মানুষ জানতে পারতোনা। সাধারন মানুষ কে শুধু রাজা বাবুর গল্প শুনানো হত। এইদিন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন ডঃ সন্দিপক রায়ের প্রশংসা করেন উনার বক্তব্যের মধ্যদিয়ে। এছারাও উক্ত শিবিরে উদ্বোধনি  অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডঃ সঙ্কর দাস জেলা স্বাস্হ্য আধিকারিক, ডঃ সন্দিপক রায় আই স্পেশালিষ্ট, এবং জোন কেলবিন দেব্বর্মা (আই সি ডি এস)।


Post a Comment

0 Comments