IIW, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর: অবৈধ সম্পর্কের জের ধরে এসিড নিক্ষেপ। গুরুতর জখম এক ব্যক্তি। অভিযোগ পাল্টা অভিযোগ। পুলিশ চালাচ্ছে তদন্ত। ঘটনা কে ঘিরে ধর্মনগরে চাঞ্চল্য। ঘটনার বিররণে প্রকাশ - সন্ধ্যা ৭ ঘটিকা নাগাদ এসিড নিক্ষেপ এর ফলে শরীরের ৪০ শতাংশ জ্বলে যায় শংকু মালাকার (৩০) পিতা সুশীল মালাকারের। শংকুর বাড়ি ধর্মনগর থানা এলাকার ইচাইলালছড়ার টুলগাউ এ। যুবকের পক্ষের অভিযোগ মধ্য নয়াপাড়ার লক্ষীদেব (৩৫) স্বামী বিল্পব দেব তাকে কালাছড়া কাকড়ীর ব্রীজের পাশে ডেকে নিয়ে তার শরীরে এসিড ছুড়ে। যার ফলে সে গুরুতর ভাবে জখম হয়। এবং তার এক চোখ নস্ট হয়ে যায়।
অপর দিকে মহিলার অভিযোগ TR02B6181 নাম্বারের বাইকে করে এসে ছেলেটি এই গৃহবধুর উপর এসিড ছুড়ে তাতে গৃহবধুর হাতে ও শরীরে অল্প লেগেছে। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এখনো মামলা রুজু করা হয়নি। গৃহবধু কে ধর্মনগর মহিলা থানায় রাখা হয়েছে। অপরদিকে যুবকটির চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। তার শরীরের ৪০ শতাংশ জ্বলে গেছে বলে জানান কতব্যরত চিকিৎসক। এই ঘটনা নিয়ে গোটা ধর্মনগরে চাঞ্চল্য বিরাজ করছে। অবৈধ সম্পর্কের জেরেই এই ঘটনা তা পুলিশের প্রাথমিক অনুমান। এসিড আক্রান্ত যুবক পেশায় রাজমিস্ত্রি।
0 Comments