জাদুকর প্রীতম এর হাত ধরে ' দা আন্ডার ওয়াটার স্কেপ ' এবার ধর্মনগর শহরে


IIW, ধর্মনগর: জাদু সম্রাট পি. সি. সরকার এর পৃথিবী বিখ্যাত জাদু 'দা আন্ডার ওয়াটার স্কেপ', এবার শহর ধর্মনগর এ। জাদুকর প্রীতম ৮ ( আট ) ই অক্টোবর সকাল  ৯ ( নয় ) ঘটিকায় ধর্মনগর সুইমিং পুলে প্রদর্শন করবেন তার ভারত বর্ষে সারা জাগান জাদু 'দা আন্ডার ওয়াটার স্কেপ'। ১১ টা তালা দিয়ে শেকলে জরানো থাকবেন জাদুকর প্রীতম, তাকে ফেলে দেওয়া হবে সুইমিং পুলের জলে। গতকাল সন্ধ্যায় নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে নিজেই একথা জানালেন জাদুকর প্রীতম। ধর্মনগর তথা উওর জেলার জনগণ উপস্থিত থেকে তার এই প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ ও রাখলেন।

Post a Comment

0 Comments