IIW বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর, ৫ অক্টোবর: শিলচর আগরতলা এক্সপ্রেস থেকে বিএসএফ ২৫৫ গ্রাম হিরোইন উদ্ধার করে শুক্রবার দুপুর বেলা। কিন্তূ কুমারঘাটে রেল পুলিশ না থাকায় শেষ অবধি রাত ৭ ঘটিকা নাগাদ উদ্ধারকৃত হিরোইন গুলি ধর্মনগর স্টেশনে রেলপুলিসের কাছে এনে হেন্ডওভার করে। হিরোইন গুলি একটি ব্যগের মধ্যে নোট বুকে লুকিয়ে রাখা ছিলো কিন্তু সে গুলি কে নিয়ে আসছিল তার হদিস পাওয়া যায় নি।
0 Comments