ধর্মনগর এবং কাঞ্চনপুর ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন



IIW, নিজস্ব প্রতিনিধি, শনিবার : আজ ধর্মনগরে একটি সভার মধ্য দিয়ে ধর্মনগর এবং কাঞ্চনপুর  ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নবনির্মিত কমিটির নাম ঘোষনা করা হয়। সভাপতি হয়েছেন চম্পু সোম, সহ সভাপতি করা হয়েছে প্রান্তোষ সেন কে, সম্পাদক হয়েছেন অনিরুদ্ধ দেব, সহ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মৃণাল কান্তি নাথ কে, কোষাধ্যক্ষ হয়েছেন আশিষ দাস।
ধর্মনগর কাঞ্চনপুর বিভাগীয় কমিটির উদ্দ্যোগে একটি সাধারন সভার মধ্য দিয়ে নব ঘটিত কমিটির নাম ঘোষনা করা হয়। উক্ত সভায় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা। কেন্দ্রীয় কমিটির নেততৃত্বরা বক্তব্যের মাধ্যমে আহ্বান জানান যাতে করে এই নবঘটিত কমিটি আগামী দিন গুলো সুন্দর করে তাদের দায়িত্ব পালন করে। নবঘটিত কমিটির সভাপতি সহ সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে  সভার সমাপ্তি ঘুষনা হয়।


Post a Comment

0 Comments