IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য,ধর্মনগর :- বিশ্বের প্রথম চলন্ত চিকিৎসা ট্রেন Life line express আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মনগর চুড়াইবাড়ি রেল শ্টেসনে স্বাস্হ্য পরিষেবা নিয়ে আসছে। Inpact india foundation এর উদ্যোগে এবং bharat petroleum pvt. ltd. এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্যে life line express তাদের পরিষেবা দিতে যাচ্ছে সম্পুর্ণ বিনামূল্যে।এই ট্রেন ৭টি বগি নিয়ে আসবে।যার মধ্যে ২ টি বগি থাকবে শুধু অপারেশনের জন্য। চিকিৎসা করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা চিকিৎসক গন।যে যে বিষয়য় চিকিৎসা করা হবে সে গুলি হল-দাঁত,বক্ষ সহ বিভিন্ন কেনসার পরিক্ষা,চোখের ছানি অপারেশন,পলিও শিশুদের চিকিৎসা,ঠোট কাটা শিশুদের চিকিৎসা, বাকা পায়ের চিকিৎসা, আগুনে পুরার চিকিৎসা, প্লাস্টিক সার্জারি ইত্যাদি সম্পুর্ন বিনা মুল্যে।আজ এই বিষয় নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাসক রাবাল এইচ কুমার,চিফ অপারেটিং অফিসার জছেফ, রানিকা ডিসুজা সহ অন্যান্যরা।
0 Comments