টিলাবাজার প্লে সেন্টারের উদ্যোগে টিলাবাজার স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে সত্যজিৎ বড়ুয়া প্রাইজ মানি T-20 টেনিস ক্রিকেট টুর্নামেন্ট


IIW : নিজস্ব প্রতিনিধি,দেবাশীষ দত্ত,কৈলাসহর :- আগামী ১৬ ডিসেম্বর রবিবার কৈলাসহর টিলাবাজার স্কুল মাঠে টিলাবাজার প্লে সেন্টারের উদ্যোগে শুরু হতে যাচ্ছে সত্যজিৎ বড়ুয়া মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট T-20 টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক ভগবান দাস, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক মবসর আলি, বিরজিত সিনহা, মোঃ বদরুজজামান, নিতিশ দে সহ আরো অন্যান্যরা। টুর্নামেন্ট সম্পর্কে মিডিয়ার প্রতিনিধিদের সামনে টুর্নামেন্ট কমিটির  অর্গানাইজিং সেক্রেটারী পাপন চৌধুরী বলেন সত্যজিৎ বড়ুয়া কৈলাসহর এর ছেলে গত প্রায় ১ বছর পূর্বে সত্যজিৎ মারা যায়। সত্যজিৎ খুব ভালো একজন ক্রিকেটার ছিলেন। কৈলাসহরে সত্যজিৎকে সবাই ভালো ক্রিকেটার হিসেবে চিনত।  সত্যজিৎ এক সময় ত্রিপুরা রাজ্যের আন্ডার ১৪ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এই প্রথমবার টিলাবাজার প্লে সেন্টার টিলাবাজার স্কুল মাঠে সত্যজিৎ বড়ুয়া নামে টুর্নামেন্ট করতে যাচ্ছে। টুর্ণামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে এর  চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স দল ২৫ হাজার টাকা পাবে। টুর্নামেন্ট শুরুর পূর্বে  টিলা বাজার স্কুল মাঠে আয়োজকরা কোন কিছুর খামতি রাখছেন না। চলছে শেষ তুলির টান। তবে ঊনকোটি জেলায় এত বিশাল পরিমাণ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট এটাই প্রথম হতে যাচ্ছে।

Post a Comment

0 Comments