IIW : দেবাশীষ দত্ত,কৈলাসহর,নিজেস্ব প্রতিনিধি :- কৈলাসহর পুরপরিষদের উপনির্বাচনের প্রচার তুংগে।প্রতিটি রাজনৈতিক দল গুলোই মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে।
পনেরোটি আসন বিশিষ্ট কৈলাসহর পুরপরিষদ এর ছয়টি আসনে উপনির্বাচন হবে।ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা
পুর পরিষদের উপনির্বাচনের প্রচারে শুক্রবার সন্ধ্যায় কৈলাসহরে আসেন।কংগ্রেস প্রদেশ সভাপতি বীরজিত সিনহার খাসতালুক কৈলাসহর বিধানসভা।
শুক্রবার সন্ধ্যায় বীরজিত বাবু কয়েকটি ওয়ার্ডে দলীয় সভা করেন।শনিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত পুর পরিষদের সাত নং আসনে
প্রত্যেক ভোটারের বাড়ি যান।প্রার্থী নির্মল মালাকার কে সঙ্গে নিয়ে, এছাড়াও সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সুনীল দাস,সুশীতল ধর ছাড়াও আরো অনেকেই।
সাত নং আসনে কংগ্রেস এর পাশাপাশি সি পি আই এম এবং বিজেপি ও প্রার্থী দেওয়ায় সেখানে ত্রিমুখি লড়াই হবে। দলীয় সুত্রে জানা যায় দলীয় প্রচারে
বীরজিত তিন দিন কৈলাসহরে অবস্থান করবেন।সাত নং আসনে দলীয় পার্থী নির্মল মালাকার কে সাথে নিয়ে প্রচারের ফাকে।
মিডিয়ার প্রতিনিধি দের সাথে মিলিত হয়ে তিনি জানান সকাল থেকে ভোটারের বাড়ী বাড়ী গিয়ে যা সাড়া পাচ্ছে্ন তাতে তিনি নিশ্চিন্ত যে সাত নং ওয়ার্ডে
নির্মল মালাকারই জয় লাভ করবেন। ত্রিপুরা রাজ্য প্রদেশ সভাপতি বীরজিত সিনহা আশাবাদী কৈলাসহরের উপনির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে।
0 Comments