IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- বিগত ১০ ডিসেম্বর পানিসাগর থানায় আটককৃত গাঁজা কারবারিদের জিজ্ঞাসাবাদের পর এবার কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। এরই ভিত্তিতে পানিসাগর থানার ওসি বিভাস রঞ্জন দাস ও এসআই রঞ্জিত দেববর্মা নেতৃত্বে একটি টিম জিরানিয়া থানার ওসির সাহায্য নিয়ে গোপন ডেরা থেকে রাজ কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করল, তার সাথে চম্পক নগরের চন্দ্র সাধন পাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক বিজয় কৃষ্ণ দাস নামে আরো এক ব্যাক্তিকেও আটক করা হলো। জানা গেছে বিজয় কৃষ্ণ দাস শিক্ষকতার সাথে সাথে দীর্ঘ বহুদিন যাবত বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত রয়েছেন। রাজ্যে রাজনৈতিক ছন্দপতনের পরেও নেশাজাতীয় সামগ্রী সরবরাহের সাথে যুক্ত থাকার বেশ অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিজয় কৃষ্ণ দাস স্বীকার করেছেন তার বাড়িতেই গাঁজা বোঝাই হত। গাড়ি পিছু তিনি ১০ হাজার টাকা পেতেন। তিনি বর্তমানে চম্পকনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শারীর শিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি আরও এক ধৃত রাজ কুমার বিশ্বাস জানিয়েছেন তাদের সঙ্গে আরো এক অভিযুক্ত রয়েছে নাম জগত বন্ধু মন্ডল বাড়ি কোচবিহারের ভোগধুপি এলাকায়। সে আগে থেকেই পুলিশি অভিযানের ভয়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে। পানিসাগর থানার এই সাফল্যে রাজ্য পুলিশ প্রশাসন বেশ প্রশংসা কুড়িয়েছে।
0 Comments