মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাংবাদিক সম্মেলনের জবাব দিলেন পি সি সি সভাপতি শ্রী বীরজিত সিনহা।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- শনিবার বিকেল সাড়ে চারটায় কৈলাসহর কংগ্রেস ভবনে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হলো। উপস্থিত ছিলেন বীরজিত সিনহা, ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে বীরজিত সিনহা বলেন। ভারত-ফ্রান্সের মধ্যে রাফেল চুক্তি নিয়ে জনস্বার্থ মামলা হবার পর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুক্রবার প্রকাশ্যে আসে । তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শনিবার রাজ্যের পি সি সি সভাপতি বীরজিত সিনহা কৈলাসহর কংগ্রেস ভবনে পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলেন। যে দল রাফেল নিয়ে দুর্নীতি করেছে সেই দলের কাছে কংগ্রেস কেন ক্ষমা চাইবে ? তিনি আরো বলেন এ আই সি সি-র সভাপতি রাহুল গান্ধী গত ১৫ ই নভেম্বর প্রকাশ্যে দাবি করেছিলেন যে যৌথ সংসদীয় টিম গঠন করা হলে রাফেল চুক্তি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল তা জনসম্মুখে আনা সম্ভব হবে। তিনি আরো বলেন রাফেল নিয়ে কংগ্রেস দল সুপ্রিম কোর্টে মামলা করেনি। তাই মুখ্যমন্ত্রীর কথার তীব্র নিন্দা করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তার কথা তুলে নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি।

Post a Comment

0 Comments