IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর হাফলং এলাকায় আবারো যান দূর্ঘটনা, আহত বেশ কয়েক জন যাত্রী। জানা যায় আজ দুপুর নাগাদ কৈলাসহর থেকে ধর্মনগরের উদেশ্যে আসা টিআর ০২৪১৯৩ নম্বরের একটি মেক্স গাড়ি এবং হাফলং থেকে বালিদুম উদেশ্যে যাওয়া একটি টিআর ০৩ এ ০৭৮নম্বরের ড্রোজার এর মধ্যে মুখমুখি সংঘর্ষ হয় তাতে মেক্স গাড়িতে থাকা ১৩ জন যাত্রিই আহত হন। তবে কৈলাসহর দূর্গাপুর এলাকার বাসীন্দা সাবিত্রি পাল গুরুতর আহত হন বলে খবর। ঘটনাটি সংঘটিত হয়েছে হাফলং ফ্লাওয়ার মিল সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে ঘটনাস্থল থেকে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।মেক্স গাড়ি এবং ড্রোজার এখন ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। অভিযোগ সংঘর্ষর পর ড্রোজার টি নাকি পালিয়ে যাওয়ার চেস্টা করেছিল, পরে ৭ কিলোমিটার দূর থেকে ড্রোজারটি এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়।
0 Comments