বাগবাসায় কংগ্রেসের সভা।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- তিন রাজ্যের জয়ের পরিপেক্ষিতে মনবল বাড়লো রাজ্য কংগ্রেস এর। বাগবাসা বিধানসভার লক্ষী নগর গ্রামের প্রদীপ সিনহার বাড়িতে কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, ব্লক কংগ্রেস এর সভাপতি হিরালাল নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। উক্ত সভায় ১৮ জন ভোটার সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। সভা শেষে বাড়ি বাড়ি জন সংযোগ করেন প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ।

Post a Comment

0 Comments