ইন্দো বাংলা সীমান্ত দিয়ে পাচারকালে আটক শুক্নো গাঁজা,ধৃত এক।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে গাঁজা পাচারের চেষ্টা। ধৃত খেলাল মিয়া নামের এক যুবক। সীমান্তরক্ষী বাহিনী ৩২ কেজি গাঁজা সহ তাকে আটক করে শনিবার রাত নয় ঘটিকা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ ইন্দু-বাংলা সীমান্তের ইয়াকুব নগর এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর ১৬৬ নং ব্যাটেলিয়ান টহলরত অবস্থায় কাঁটাতার কেটে বাংলাদেশে গাঁজা পাচারের সময় খেলাল মিয়া নামের এক যুবককে আটক করে। ধৃত খেলাল মিয়া কে আজ ধর্মনগর থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে। প্রসঙ্গত সীমান্ত এলাকা দিয়ে ড্রাগস, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট গাঁজা সহ গরু পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। সীমান্তরক্ষী বাহিনীর সক্রিয়তার কারনেই প্রায় সময়ই আটক হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী ও চুরি হওয়া গবাদি পশু। বলতে গেলে সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বিএসএফ।

Post a Comment

0 Comments