IIW : আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রবিবার সকালে এক ঝটিকা সফরে
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পূর্ব থানা পরিদর্শনে যান। পরিদর্শনে
গিয়ে তিনি থানার পরিকাঠামো ঘুরে দেখলেন। থানায় কর্মরত সমস্ত পুলিশ
অফিসার, কনস্টেবলদের সাথে কথা বলেন। তাদের সুবিধে অসুবিধেগুলো জানতে
চেষ্টা করেন। তাদের অসুবিধে গুলি শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস
দেন মুখ্যমন্ত্রী।
0 Comments