IIW : কাকলী রাউত, ধর্মনগর :- নারীর পরিপূর্ণতা তার মাতৃস্বরূপে।‘মা’ মানে যিনি জীবন পরিমাপ্তি করে দেন।তাই নারী জীবনের প্রধান কর্তব্যগুলির মধ্যে সন্তান পালন সর্বশ্রেষ্ঠ। গর্ভসঞ্চার কাল থেকে সন্তানের প্রাপ্ত বয়সকাল পর্যন্ত নারীকে পালন করতে হয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা। তবেই একজন নারী হতে পারে সুসন্তানের জননী।
নারী নিজে প্রকৃত শিক্ষিত হওয়া জরুরী তা সত্ত্বেও অশিক্ষিত বা কম শিক্ষিত হলেও একজন নারীই কেবল হতে পারেন স্নেহময়ী মা। সন্তান প্রতিপালন করতে একজন মা এর জুড়ি নেই। সন্তানের মুখে খাদ্যের যোগান দিতে মায়েরা মাটি কাটা, ইট বানানো,পাথর ভাঙা,হলকর্ষন করা,সার্কাসে বিপদজ্জনক খেলা দেখানো, বিভিন্ন কাজে অংশ নেওয়া প্রয়োজনে আরও কতশত ঝুকিপূর্ন কাজ করে চলেছেন। এ যুগের নারীরা তো সন্তানকে বুকে- পিঠে করে ঝুলনায় ঝুলিয়ে রিক্সা চালাচ্ছেন,বিভিন্ন ধরণের গাড়ী চালাচ্ছেন,বিমান চালাচ্ছেন,দেশরক্ষার কাজেও ভূমিকা নিচ্ছেন, তবুও মা এর সন্তান যেন থাকে দুধেভাতে। আজকের নারী খেলোয়াড়, গায়িকা,নায়িকা,
গীতিকার,সুরকার,মহাকাশচারীনী আরও কত কি।তারপরও তার আসল পরিচয় সে একজন স্নেহময়ী- করুণাময়ী মা। তাইতো সাধক রামপ্রসাধের গানে আছে-‘মা হওয়া কি মুথের কথা’?
0 Comments