IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- ২০১৮ সালে আমবাসা থানার পুলিশ পাইজা বাড়ি স্হিত শীতল বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী ও ড্রাগস সহ আটক করে তাকে। কয়েক মাস পরে জামিনে মুক্তি পেয়ে ফের ড্রাগসের ব্যবসা শুরু করে দেয় সে। এদিকে গতকাল রাতে সাদা পোশাকের পুলিশ শীতল বিশ্বাস কে ৫.১০ গ্রাম ড্রাগস সহ আটক করে। তারপর ঘটনাস্থলে পৌছায় মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত এবং ওসি হিমাদ্রী সরকার। শীতলের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী 22(b)/25/29 ধারায় মামলা নেওয়া হয়েছে।
0 Comments