উপ্তাখালী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির অজগর সাপ।

IIW : নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- রবিবার রাতে পানিসাগর থানার অন্তর্গত উপ্তাখালী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির অজগর সাপ। রাতের বেলা স্থানীয় লোকজন প্রথমে সাপটিকে দেখতে পায়। অজগর সাপ রাস্তার উপর এই সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাস্তার দুই দিকে প্রায় শতাধিক যানবাহন দারিয়ে পরে। খবর দেওয়া হয় পানিসাগর থানায়। পানিসাগর থানা থেকে  ভারপ্রাপ্ত ওসি সৌগত চাকমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে ঘটনাস্থলে প্রায় পাঁচশতাধিক লোক এই বিরল প্রজাতির সাপটি দেখার জন্য ভীর জমায়। পানিসাগর থানার ওসি সাহসিকতার সাথে সাপটিকে ধরে একটি বস্তায় ঢুকিয়ে নেন। তিনি জানান বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হবে। তবে কোথা থেকে এই সাপটি এসেছে, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

Post a Comment

0 Comments