IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট :- কুমারঘাট হলিক্রস স্কুলের হোষ্টেল ওয়ার্ডেন বুর্চুং হালামের অত্যাচারে ৬ অক্টোবর মৃত্যু হয়েছিল ফটিকরায় বিধানসভার ডেমডুম এডিসি ভিলেজের হ্যাপি দেববর্মা নামের নবম শ্রেনীর ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কুমারঘাট সহ সমগ্র রাজ্যে প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে। সোমবার মৃত ছাত্রর বাড়ীতে যান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্যরা। তারা কথা বলেন মৃত ছাত্রর পরিবারের লোকজনদের সাথে। পড়ে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক অভিযোগ করেন রাজ্যে এক অসহিষ্ণু পরিবেশে চলছে। একটি অমানবিক সরকার চলছে ত্রিপুরায়। বর্তমান সরকারের শাসনকালে এইধরনের একটি ঘটনার পর আটদিন অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন সুবল ভৌমিক। অসহায় পরিবারটির পাশে থেকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেন সুবল ভৌমিক। কংগ্রেস দলের পক্ষ থেকে এদিন অসহায় পরিবারটির হাতে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। অসহায় এই পরিবারটির জন্য সরকার যাতে এককালীন দশলক্ষ টাকা আর্থিক সাহায্য করে তার জন্যও সরকারের কাছে দাবি জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক।
0 Comments