IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- গত আট অক্টোবর শ্রীরামপুর এলাকায় পঞ্চাশোর্ধ দুই সন্তানের জননীর সাথে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সিপিআইএম চন্ডিপুর অঞ্চল কমিটি এবং চন্ডিপুর নারী সমিতির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর মহিলা থানায়। চন্ডিপুর পার্টির দলীয় কার্যালয় থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের রাস্তা অতিক্রম করে কৈলাসহর মহিলা থানায় এসে জড়ো হয় পরবর্তী সময়ে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল কৈলাসহর মহিলা থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য সুনিতা দেবনাথ, সিপিআইএম নেতা প্রসেনজিৎ গুন, জীবন দেবনাথ সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান শেষে নারীনেত্রী সুনিতা দেবনাথ বলেন রাজ্যের প্রতিটি এলাকায় একের পর এক নারী নির্যাতন ও মহিলা সংক্রান্ত অপরাধ বাড়ছে। নারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে। তাই রাজ্যের পুলিশ প্রশাসন নারীঘটিত অপরাধের ক্ষেত্রে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। পাশাপাশি নির্যাতিতা মহিলার পরিবারের পাশে সব সময় থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য গত 8 অক্টোবর শ্রীরামপুর এলাকায় দুই সন্তানের জননীর সাথে শ্লীলতাহানীর ঘটনা ঘটে। 8 অক্টোবর নির্যাতিতার পক্ষে থানায় মামলা করা হলেও মামলা গ্রহণ করেনি কৈলাসহর মহিলা থানা। পরবর্তী সময়ে 48 ঘণ্টা পর মামলা নথিভুক্ত হয়। মামলা নথিভুক্ত হওয়ার পরে অভিযুক্ত রঞ্জিত দাস গা-ঢাকা দেয়। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্যের মহিলা কমিশন। গত 14 তারিখ রাজ্যের মহিলা কমিশনার বর্ণালী গোস্বামী নির্যাতিতার বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে নিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্তের যাতে দৃষ্টান্ত মূলক শাস্তি হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন নির্যাতিতার পরিবারকে।
0 Comments