কৈলাসহর অটো শ্রমিক ঐক্যের উদ্যোগে আজ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর অটো শ্রমিক ঐক্যের উদ্যোগে আজ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। পাঁচ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিগত এক মাস ধরে কৈলাসহর এর প্রধান সড়কগুলোতে যে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং যান চলাচলের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যান চালকদের, অটোচালকদের পারমিটের ক্ষেত্রে যে চার মাস বৈধতা রয়েছে তা ন্যূনতম এক বছর করা, বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগ অটো চালকদের প্রয়োজনীয় কাগজপত্রের সমস্যা রয়েছে ফলে এই সমস্যা সমাধানে কয়েকটি শিবির যাতে করা হয় তার জন্য দাবী রাখা হয়। জরুরি সরকারি কাজে মহকুমা শাসক উপস্থিত না থাকায় ডিসিএম আশু রঞ্জন দেববর্মা শ্রমিকদের ডেপুটেশন গ্রহণ করেন এবং তিনি আশ্বাস দেন যে সমস্যাগুলি মহকুমা শাসকের নজরে নেওয়া হবে এবং খুব শীঘ্রই ট্রাফিক দপ্তর ও ভেইকেল দপ্তরের কর্মীদের সাথে একত্রে বৈঠক করে সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ডেপুটেশন প্রদান শেষে কৈলাসহর মহকুমার বিধায়ক মোবাশ্বের আলী বলেন এখানে কোন রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে নয় শ্রমিকরা যাতে সমস্যা না করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দপ্তর সেজন্যই ডেপুটেশন প্রদান করা। পাশাপাশি দপ্তরের আশ্বাস মত সাত দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন কৈলাসহর অটো শ্রমিক ঐক্য।

Post a Comment

0 Comments