সাংবাদিক সুরজিৎ পালের উপর হামলার ঘটনায় ধৃত পাপন দাসকে দুই দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- নিউজ টুডের কর্ণধার সুরজিৎ পালের উপর প্রানঘাতী হামলার ঘটনায় ধৃত পাপন দাসকে দুই দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। ৯ অক্টোবর রাতে রাজধানীর দশমীঘাট এলাকায় নিউজ টুডের কর্ণধার সুরজিৎ পালের উপর সমাজদ্রোহী বাপ্পা নন্দীর নেতৃত্বে এক দল দুষ্কৃতি প্রানঘাতী হামলা চালায়। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে সুরজিৎ পালের মাথায় আঘাত করে। বুকে পিস্তল ঠেকিয়ে সুরজিৎ পালের গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের চেইন ও সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয় রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশকের নিকট। তারপরই কিছুটা নড়েচরে বসে পুলিশ। শুক্রবার আটক করা হয় পাপন দাস নামে এক অভিযুক্তকে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। শনিবার ধৃত পাপন দাসকে তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত এইদিন উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনার পর ধৃত পাপন দাসের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

Post a Comment

0 Comments