


IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বরূপ চক্রবর্তী, করিমগঞ্জ :- পূর্ব ঘোষনা মুতাবেক জেলা প্রশাসনের প্রি সারেন্ডার ভেলিডেশন উপলক্ষে রবিবার পাথারকান্দির মেদলিছড়ায় বিপুল পরিমান অস্ত্রশস্ত্র সহ দুশাধিক ব্রু রিয়াং জঙ্গিরা প্রশাসনের নিকট প্রকাশ্য ভাবে আত্মসমর্পণ করল। কঠোর নিরাপত্তা ও মিডিয়ার চোখের আড়ালে রবিবার এ মর্মে বাজারিছড়ার অসম ত্রিপুরা ও মিজোরাম সীমান্তের মেদলিছড়া পাহাড়ি গ্রামের খেলার মাঠে এক প্রশাসনিক সভা অনুষ্টিত হয়, এতে দু'শ পাঁচ জন ব্রু রিয়াং জঙ্গিরা সরকারের ডাকে সমাজের মুল স্রুতে ফিরতে নিজেদের চালিয়ে যাওয়া সরকার বিরোধী নীতি থেকে সরে আসে। উক্ত অনুষ্টানে জেলা প্রশাসনের বিভিন্ন উচ্চ পদাধিকারিদের পাশাপাশি আসাম রাইফেল্স এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য যে বাজারিছড়ার মেদলিছড়া সহ তৎসংলগ্ন পাহাড়ি জনজাতি এলাকা সমুহে গত তিন দশক ধরে ব্রু রিয়াং জঙ্গিদের দাপট ছিল তুঙ্গে। ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে তাদের সংঘটনের নাম পাল্টেও এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে সচেষ্ট ছিল। কিন্তু প্রশাসন সক্রিয় থাকায় তারা বেশীদুর এগোতে পারেনি। এক সময়ে ওদের সাথে ত্রিপুরা ও হাইলাকান্দির রিয়াংরা যোগ দেওয়ায় তারা মাথা তুলতে চেষ্টা করেছিল। এতে গোটা এলাকায় ঘনঘন অপহরণ সংক্রান্ত কান্ড ঘটে চলছিল। বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তিরাও এসব জঙ্গিদের টার্গেট হয়েছিলেন। পরে বিগত পুলিশ সুপার প্রদীপ পূজারীর সময়ে এখানকার বেশকজন জঙ্গিরা আত্মসমপর্ণ করলেও অন্যরা সংঘটনের কাজ চালিয়ে যায়। পঞ্চুরাম রিয়াং সহ ধনঞ্জয় রিয়াং সহ অন্যরাও এ দলের কমান্ডারের দায়িত্ব কাঁধে নিয়ে তাদের নানা দাবিতে সরকারের টুঁটি চেপে ধরতে চেয়েছিল। বর্তমানে তারা সমাজের মুল স্রুতে ফিরে আসায় এলাকার সচেতন মহল তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তৎসঙ্গে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আত্মসমর্পণকারিদের ধন্যবাদ জানিয়ে তাদের নানা দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে ত্বদির চালাবেন বলে জানিয়েছেন।
0 Comments