প্রত্যাশা সামাজিক সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

IIW: নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি :- "আমাদের প্রত্যাশা" সামাজিক সংস্থার উদ্যোগে পৃথক পৃথক জায়গায় শতাধিক কম্বল বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েতের এসটি পাড়াতে উপজাতি দরিদ্রদের মধ্যে প্রথমে কম্বল বিতরণ করা হয় তারপর রেলওয়ে ট্রাইজংশন এলাকায় একইভাবে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। সংস্থার সভাপতি বিষ্ণুপদ দেব জানিয়েছেন এইভাবে সামাজিক কাজের জন্যই তাদের এই সামাজিক সংস্থা "আমাদের প্রত্যাশার" জন্ম হয়েছে। এর পূর্বেও তারা বিভিন্ন সামাজিক কাজ করেছে। বিগত দুর্গা উৎসবের সময় এই সংস্থার পক্ষ থেকে বহু দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় দরিদ্রদের নিয়ে আবার স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা পানীয় জল বিতরণ করে থাকেন। তাই একইভাবে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন শতাধিক দরিদ্র সীমার নিচে বসবাসকারী দের মধ্যে। এভাবে প্রায়ই সামাজিক কাজ এই সংস্থা করে থাকে।

Post a Comment

0 Comments