IIW : নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি :- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্ম মহা মহোৎসব জেলা ভিত্তিক অনুষ্ঠিত হল কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। উৎসবের বাজেট প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। রাজ্যে সর্বপ্রথম জেলা ভিত্তিক অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উত্তর জেলার কদমতলা দিয়ে শুরু হয়েছে। তারপর গোটা রাজ্যব্যাপী জেলাভিত্তিক উৎসব সম্পন্ন হবে। ২৮ তারিখ শনিবার সন্ধ্যাবেলা শুভ অধিবাস ও এক পদযাত্রার মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়া শিল্পীরা ধর্মীয় মুলক সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করেন। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়নের চেয়ারম্যান টিংকু রায়। অপরদিকে উৎসব কমিটির কনভেনার তথা কদমতলা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সুব্রত দেব নিজ হাতে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করেন। আজ এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এখানে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দন্তরোগ বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের চিকিৎসক এবং জেলা হাসপাতাল থেকে চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসার ব্যবস্থা করা হয়। আরেকটা লক্ষণীয় বিষয় হলো ধর্মনগর মাড়োয়ারি এসোসিয়েশন থেকে আগত কর্মীরা পূণ্যার্থীদের মধ্যে পানীয় জল বিতরণ করেন। এছাড়া কদমতলা এলাকার স্থানীয় নবযোগ সংঘ ক্লাবের পক্ষ থেকে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয় পানীয় জল। উত্তর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীদের মধ্যে খুবই উৎসাহ পরিলক্ষিত হয়। এমনকি আগরতলা থেকে পুণ্যার্থীরা এসেছেন এই উৎসবে আনন্দ উপভোগ করার জন্য। রাত্রেবেলা বাংলাদেশ থেকে আগত শিল্পীদের দ্বারা একটি মন মাতানো সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে জানান উৎসব কমিটির কনভেনার তথা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব।
0 Comments