IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- ত্রিপুরা থেকে মিজোরামে কুকুর পাচার করতে গিয়ে হাতেনাতে ধৃত দুই পাচারকারী। দুজন পাচারকারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ধৃত ব্যক্তিদ্বয়ের নাম বিজয় জমাতিয়া ও নেহেনজয় রিয়াং বাড়ি জিরানিয়া এলাকায়। দুজনের বয়স ২০ থেকে ২৫। গতকাল সন্ধ্যা রাতে এসআই নিরঞ্জন মালাকার জয়শ্রী এলাকায় মোবাইল চেকিং করতে গিয়ে TR 03H-0294 নম্বরের মারুতি অল্টো গাড়িটিকে তল্লাশি চালিয়ে ১২টি কুকুর পায়। সঙ্গে সঙ্গে কুকুর সহ গাড়িটিকে আটক করে কাঞ্চনপুর থানায় নিয়ে আসেন। ধৃতদের নামে কাঞ্চনপুর থানায় একটি মামলা নেওয়া হয়েছে। দুই ব্যক্তিকে আজ সকালে কাঞ্চনপুর আদালতে প্রেরণ করা হয়।
এদিকে থানার ওসি জানিয়েছেন, গোপন খবর ছিল তাদের কাছে গাড়িটি দামছড়া হয়ে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে যাওয়ার জন্য এসেছিল। খবর রয়েছে মিজোরামে রাজ্যে এক কিলো কুকুরের মাংসের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়াও জানা যায় সেখানে অধিকাংশ মানুষেরা কুকুরের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই সেখানে কুকুরের চাহিদা অনেক বেশি। আর এর অধিকাংশ ত্রিপুরা রাজ্য থেকে পাচার করে। অধিক লোভের কারণে রাজ্যের যুবকরা ঠান্ডা মরসুমে কুকুর পাচারে ব্যস্ত থাকে। কিন্তু পুলিশি তৎপরতা সেরকম না থাকার কারণে কুকুর পাচার অব্যাহত রয়েছে।
0 Comments