IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আবারও উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের তৎপরতায় আটক প্রচুর পরিমাণ নেশার ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর শহরের বুংনাং গ্রাম থেকে আটক করেন ইয়াবা ট্যাবলেট সহ পেশায় শিক্ষক এক ব্যক্তিকে। ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুর দেড়টা নাগাদ পেশায় শিক্ষক সৌমেন আচার্যী TR 02A-6162 নম্বরের মোটর বাইক নিয়ে ধর্মনগর থানা এলাকার বুংনাং এলাকায় গিয়ে দাঁড়ায়। তখন অপরদিক থেকে দুজন নেশা ব্যবসায়ী যুবক এসেছিল ওই ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করে নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হতেই দুই যুবক পালিয়ে যায়। তখন হাতেনাতে আট হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে পেশায় শিক্ষক নেশা পাচারকারী সৌমেন আচার্য। পুলিশ নেশার ট্যাবলেট সহ ধৃত পাচারকারীকে ধর্মনগর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা হতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।
এদিকে, ধৃত আট হাজার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।
এখন প্রশ্ন হচ্ছে শিক্ষক যদি সমাজের মেরুদণ্ড হয় তাহলে সমাজের এই নক্কারজনক কাজের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে।তাহলে কি সরকারি মাইনে পেয়ে সংসার পরিচালিত করতে পারছেন না ওই শিক্ষক। নাকি অতিরিক্ত রোজগারের পথে নেমে নিজের জীবনকে আরো বিলাসবহূল জীবনে পরিণত করতেই এই পন্থা অবলম্বন করেছেন। তাহলে শিক্ষকরা যদি বর্তমানে নেশা পাচারে জড়িত থাকেন তাহলে শিক্ষা দপ্তরের দায়িত্ব কার হাতে উঠবে।
0 Comments