শ্লীলতাহানীর মামলায় বেকসুর খালাস স্যন্দনের সাংবাদিক।

IIW : ওয়েব ডেস্ক :- রাজ্যের কর্তব্যরত সাংবাদিক দের মিথ্যা মামলায় ফাঁসানোর বিষয়টি নতুন কিছু নয়, এমনেই এক সাজানো মিথ্যা মামলায় আদালত থেকে বেকসুর খালাস হল স্যন্দন পত্রিকার আমবাসার প্রতিনিধি পরাশর বিশ্বাস। সংবাদে প্রকাশ ২০১৮ সালের জুন মাসের ২ তারিখ আমবাসা বাস স্ট্যান্ডের সামনে স্যন্দন পত্রিকা এবং হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলের সাংবাদিক পরাশর বিশ্বাস এক সন্তানের জননী উপজাতি মহিলাকে শ্লীলতাহানী করে বলে অভিযোগ। এই মহিলা ৪ ঠা জুন আমবাসা থানায় পরাশর বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে। মহিলার অভিযোগ পত্রে লেখা ছিলো যে রাতে আমবাসা বাস স্ট্যান্ডের সামনে মহিলা কে পেয়ে তাকে রাত্রী যাপনের প্রস্তাব দেয় তখন মহিলা রাজী না হওয়াতে তাকে অ্যাসিড মারবে। আমবাসা থানার মামলা নাম্বার ২৮/২০১৮ ধারা প্রয়োগ করা হয় ৩৫৪/৫০৬/৫০৯ আইপিসি মামলার তদন্ত ভার দেওয়া হয় এসআই দিলীপ সরকার কে। যথারীতি মামলার তদন্ত করে দিলীপবাবু পরাশর কে জেলে যাওয়ার ব্যবস্থা প্রায় করেই ফেলেন। যদিও সেই সময় পরাশর কে গ্রেপ্তার করার জন্য প্রচণ্ড রাজনৈতিক চাপ ছিলো। একদিকে আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় অন্যদিকে ঐ মহিলা মিথ্যা অভিযোগ এনে ১০৭ ধারায় একাধিক মামলা করে। এমনকি পরাশর এই মহিলা কে মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে এই অভিযোগ এনে আরও তিনজন কে এই বিষয়ে জড়িয়ে জেলার পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ জানায়। এই মর্মে আদালত থেকে পরাশরের বিরুদ্ধে আরেকটি মামলা নেওয়া হয়। যদিও এই মামলা থেকে পরাশর সহ বাকী তিনজনকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেয় মাননীয় আদালত। শ্লীলতাহানীর মামলায় দীর্ঘ শুনানীর পর মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করার পর বুধবার মাননীয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানবেন্দ্র দেব্বর্মা মহোদয় সাংবাদিক পরাশর বিশ্বাস কে নির্দোষ বলে বেকসুর খালাস বলে রায় দেন। সাংবাদিক পরাশর বিশ্বাসের পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত সিনহা চৌধুরী মহোদয়। আদালতের এই রায়ের পর খুশীর হাওয়া মহকুমার সাংবাদিক মহলে।

Post a Comment

0 Comments