পুর পরিষদ উপ-নির্বাচনে কৈলাসহরে সব দলের প্রচার তুঙ্গে।


IIW : দেবাশীষ দত্ত, কৈলাসহর থেকে নিজেস্ব প্রতিনিধি :- কৈলাসহর পুর পরিষদের উপনির্বাচনে একমাত্র ৫ নং আসনেই কংগ্রেস, সি পি আই এম, বিজেপি, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে।
যার ফলে ৫নং আসনে চতুরমুখি লড়াই হচ্ছে। ৫ নং আসনে বিজেপি দলের প্রার্থী মধুমিতা দেব, কংগ্রেস দলের প্রার্থী রীতা শব্দকর, সি পি আই এম দলের প্রার্থী মুক্তা দাস,
এবং তৃনমূল কংগ্রেস দলের প্রার্থী জয়শ্রী ভট্টাচার্য। যদিও জয়শ্রী ভট্টাচার্য তৃনমূল কংগ্রেস এর মনোনিত নির্দল প্রার্থী। জয়শ্রী ভট্টাচার্য তৃনমূল কংগ্রেস থেকে
দলীয় প্রতীক জোড়া ফুল পান নি। য়ার ফলে জয়শ্রী ভট্টাচার্য ''কাপ-প্লেইট চিহ্ন নিয়ে  নির্দল প্রাথী হয়ে ভোটে লড়ছেন। মনোনয়ন পত্র জমা দেবার পর গত ১০ ডিসেম্বর
থেকে প্রতিদিন ভোটারের বাড়ি বাড়ি প্রচার করছেন।রবিবার সকালেও ৫ নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় জয়শ্রী ভট্টাচার্য প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে ভোট প্রচারে ব্যস্ত
ছিলেন, ভোট প্রচারে জয়শ্রী ভট্টাচার্য এর সঙ্গে ছিলেন কর্মচারী নেতা বিদ্যূত দেব সহ অন্যান্যরা। জয়শ্রী ভট্টাচার্য মিডিয়ার সঙ্গে মিলিত হয়ে বলেন তিনি প্রতিদিন ভোটারের
বাড়ি গিয়ে ভালো সাড়া পাচ্ছেন, এছাড়াও ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার ছাড়া ও প্রকাশ্য সভা করেছেন তিনি ৫ নং ওয়ার্ডে। সবমিলিয়ে জয়শ্রী ভট্টাচার্য নির্বাচনে জয় এর ব্যাপারে প্রচন্ড আশাবাদী।

Post a Comment

0 Comments