লাইফ লাইন এক্সপ্রেস প্রবেশ করলো চুড়াইবাড়ী তে।



IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :-  লাইফ লাইন এক্সপ্রেস এলো চুড়াইবাড়ী তে। এলাকা জুড়ে খুশির আবহ। ১৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ ডাক্তাররা নাক, কান,গলা, স্ত্রী রোগ ,ক্যান্সার সহ ইত্যাদি নানান জটিল রোগের চিকিৎসা করবেন ট্রেনের মধ্যেই। মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে ভারত পেট্রোলিয়াম ও ত্রিপুরা সরকার। মঙ্গলবার থেকে চুড়াইবাড়ী রেলস্টেশনে স্বাস্থ্য পরিষেবা পাবে এলাকার লোকজন রা। তারই প্রস্তুতি চলছে আজ থেকে। চুড়াইবাড়ী এলাকার লোকজন অত্যন্ত আনন্দিত তারা কেন্দ্রের মোদি সরকার ও রাজ্য সরকার এর পাশাপাশি ভারত পেট্রোলিয়াম কে ধন্যবাদ জানান এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। ট্রেনের মধ্যে স্বাস্থ্যপরিসেবা বিশ্বের মধ্যে ভারতে প্রথম। আর এই লাইফ লাইন এক্সপ্রেস ত্রিপুরায় প্রবেশ করলো। ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ী রেলস্টেশনে মঙ্গলবার থেকে রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই লাইফ লাইন এক্সপ্রেস এর মধ্যে রয়েছে তিনটি বগি।

Post a Comment

1 Comments