ধর্মনগর শিববাড়ি এলাকা থেকে ব্রাউন সুগারসহ আটক এক যুবক।



IIW :  বিকাশ ভট্টাচার্য,নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- আজ রাত আনুমানিক আাটটা দশ মিনিট নাগাদ ধর্মনগর শিববাড়ি এলাকা থেকে নান্টু পাল নামে এক যুবককে আটক করা হলো। তার কাছ থেকে মিলল ব্রাউন সুগার। ঘটনার বিবরণে জানা যায়, রাত আটটা নাগাদ নান্টু পাল নামক যুবককে স্থানীয় বয়েজ ক্লাবের কয়েকজন কর্মকর্তা শিববাড়ি এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনাস্থলেই তার তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। বেশ কিছুদিন যাবত একটি নেশা চক্র প্রতিনিয়ত ধর্মনগরের পলিটেকনিক্যাল কলেজের ছাত্রদের মধ্যে নেশা সামগ্রী সরবরাহ করে আসছে, সন্দেহ করা হচ্ছে যে সেও হয়তো এই নেশা সরবরাহ চক্রের সাথে যুক্ত রয়েছে । ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সে রাজবাড়ী দূর্গাপুর এলাকায় থাকে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments