IIW : আমবাসা প্রতিনিধি, পিংকু বিশাস :- তিন রাজ্যে কংগ্রেসের ফলাফলের পর রাজ্যে কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দলে দলে যোগদানও করছে কংগ্রেসে। আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে তিন রাজ্যে কংগ্রেসের জয়লাভ এবং দুই রাজ্যে বিজেপির পত্তনে রাহুল গান্ধিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল সংগঠিত হয় সোমবার। এই বিজয় মিছিলটি আমবাসা কংগ্রেস অফিস থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজেপি মুক্ত ভারত গড়ার শ্লোগান উঠে এই মিছিলে। বিজয় মিছিলের আগে ৪৬ সুরমা কেন্দ্রর প্রাক্তন বাম বিধায়ক অঞ্জন দাসের জ্যাঠালি সূচিত্রা দে আজ সি.পি.আই এম দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করে। মিছিল শেষে কংগ্রেস অফিসের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, ব্লক কংগ্রেসের সভাপতি কৃপেশ রায়। এক সাক্ষাত্কারে মানিক দেব বলেন তিন রাজ্যের ফলাফলে কংগ্রেস অনেকটাই শক্তিশালি হয়েছে, আগামীদিনে কংগ্রেসের তরফ তেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে, প্রত্যেকটি বুথ কমিটিকে জোরদার করতে হবে........
এদিকে কংগ্রেস দলে যোগদানকারি সূচিত্রা দে বলেন দীর্ঘদিন সি.পি.আই এম দলে ছিলেন তেমন কিছুই পায়নি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর তাদের অহংকার দম্ভতা বেড়ে গেছে, তাই তিনি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন.......
আজকের এই মিছিলের পর কংগ্রেসের কিছুটা হাল ফিরেছে আমবাসা মহকুমায়।
0 Comments