মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে পোয়াবারো একাংশ পুলিশ কর্তার


মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।রং না দেখে ব্যবস্তা নেওয়ার  নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।পুলিশও সেই মোতাবেক কাজ করে একের পর এক সাফল্য অর্জন করছে। কিন্তু এদিকে আবার কিছু কিছু পুলিশ আধিকারিক দের কাজকর্মে আবারো কলন্কিত হচ্ছে পুলিশের নাম।কিছু পুলিশ বাবুরা পুরোনো সংস্কৃতি এখনও ছাড়তে পারেন নি কারন সেটা তাদের অভ্যাসে পরিনত হয়েছে। প্রসঙ্গত- নেশা অভিযানের নামে জাতীয় সড়কে লরি গুলিকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হয়রানি করা হয় বলে অভিযোগ।নানা ধরনের দূর্ব্যবহার ও হয়রানির শিকার হতে হচ্ছে লরি চালকদের।অভিযোগ রাত রাতভর পুলিশ তল্লাশির নামে লরি আটকে রাখছে পরে আবার তল্লাশি না করে ছেরে দিচ্ছে আটকে রাখা লরিকে। নানা ধরনের হয়রানি কারন স্বাভাবিক ভাবেই নগদ নেওয়ার চেষ্টা। আর নগদ না দিলে রাতের পর রাত লরি নিয়ে বসে থাকতে হচ্ছে চালকদের। তবে একাংশের অভিযোগ পাওয়া যাচ্ছে কুমারঘাট এলাকা থেকে।কুমারঘাট এলাকায় পুলিশের হয়রানির শিকার হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়েছিল অয়েল টেংকার চালকরা। সেই সময় কুমারঘাট থানার বড়বাবু বিরুদ্ধে অভিযোগ ছিল প্রায়ই কুমারঘাট এলাকায় গাড়ি আটকে রাখে পুলিশ। নেশা সামগ্রী সন্দেহে রাতভর থানায় আটকে রেখে চলে পুলিশের হয়রানি। তার উপর রাম পুলিশের দাদাগিরির ঘটানায় অতিষ্ট হয়ে গাড়ি চালকরা প্রশাসনের কাছে জাতীয় সড়কে নেশা সমগ্রী তল্লাশির নামে হয়রানি বন্ধের দাবী জানিয়েছে।

Post a Comment

0 Comments