IIW, দয়ানন্দ চৌধুরী,নিজস্ব প্রতিনিধি,পানিসাগর :- ২৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টা ৩০ মিনিটে পানিসাগর মহকুমা শাসকের পি আর টি সি সেকশনের গ্রুপ ডি কর্মচারী দামছড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার বিবরণে জানা যায় যে, গতকাল ছিল মিজোরাম সরকারের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে ত্রিপুরা সংলগ্ন কানমুনে ভোট পর্ব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পানিসাগর মহকুমা শাসকের অধীনস্থ কর্মচারী শ্রীযুক্ত সর্বজিত চৌধুরীকে দাম ছড়া তে কর্তব্য পালনের জন্য পাঠানো হয়। দিনের শেষে ঘরে ফেরার পালা, হঠাৎ করে সন্ধ্যা প্রায় ৬.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে অনেক চেষ্টা করেও কর্তব্যরত চিকিৎসকরা শেষ রক্ষা করতে পারেননি। মৃত্যুকালে এক পুত্র সন্তান সহ অসহায় স্ত্রীকে রেখে যান। বিগত প্রায় ছয় বছর যাবত পানিসাগর মহকুমা শাসকের অফিসে তিনি কর্তব্যরত ছিলেন। উনার নিজ বাড়ি ধর্মনগরস্থিত দেওয়ানপাসা এলাকায়। উনার অকাল মৃত্যুতে দামছড়া সহ গোটা পানিসাগর ও ধর্মনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসেছে।
1 Comments
So sad to see this
ReplyDelete