"সাংবাদিকরা মিথ্যা কথা বলে, মিথ্যা সংবাদ পরিবেশন করে" বক্তা ঊনকোটি জেলা হাসপাতালের এম এস যদু মোহন ত্রিপুরা।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর  :-ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা সহ একাধিক সমস্যা নিয়ে ডেপুটেশন দিল এন এস ইউ আই ঊনকোটি জেলা কমিটি।  এন এস ইউ আই এর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এম এস যদু মোহন ত্রিপুরার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়। বর্তমানে এই জেলা হাসপাতালে রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছে না। আজ এন এস ইউ আই এর  ডেপুটেশনে উঠে এলো যদু মোহন বাবুর কর্মকাণ্ড। জানা গেছে, প্রায় সময়ই ডাক্তার শূন্য থাকে বিশেষজ্ঞ বিভাগগুলি। সেবিকার কাজে যারা নিযুক্ত রয়েছেন তারা তাদের ডিউটি টাইমের বেশির ভাগ সময় ব্যায় করেন মোবাইলে ফেইসবুকে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রোগীর আত্মীয় স্বজনদের সেবিকাদের  নাকি হাতে পায়ে ধরে  অনুরোধ করে  আনতে হয় রোগী কে হাসপাতাল ভর্তি করবার পর। ঊনকোটি জেলা হাসপাতালে নেই কোন ভেন্টিলেশন ব্যবস্থা। নেই কোন আইসিইউ। আইসিইউ নির্মাণের কাজ বন্ধ, কারণ স্বাস্থ্যমন্ত্রী জেলা হাসপাতালকে পুনরায় মহকুমা হাসপাতালে স্থানান্তরের কথা বলেছেন। এইসব টানাপোড়নে নাজেহাল হতে হচ্ছে প্রতিদিন রোগীর এবং রোগীর পরিবারকে। এদিকে যদু মোহন বাবু স্বীকার করেন যে  হাসপাতালে কর্মী স্বল্পতা রয়েছে। বর্তমানে এই হাসপাতালে প্রয়োজন  বিশেষজ্ঞ ডক্টর, সেবিকা এবং জি ডি এ কর্মীর। আজ এন এস ইউ আই এর পক্ষ থেকে  ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার  দ্রুত মান উন্নয়নের জন্য ডেপুটেশন দেন। এন এস ইউ আই এর উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, এম এস সাংবাদিকদের কোনো উত্তর দেননি। এমনকি উনি বলেন "সাংবাদিকরা মিথ্যা কথা বলে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে" এটাই নাকি সাংবাদিকদের  কাজ। এম এস  যদু মোহন বাবু সাংবাদিকদের এইরকম অপমান করতে দেখে ক্ষুব্ধ হয়ে উঠে এন এস ইউ আই  ঊনকোটি জেলা  কমিটির সদস্য সদস্যরা।

Post a Comment

0 Comments