গাঁজা আর পুলিশের বন্ধুত্বে ফাটল, আবার পুলিশ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল গাঁজা।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- চোরায় না শুনে ধর্মের কাহিনী, আবারো তাই প্রমানিত হল। খোদ পুলিশের বাড়ি থেকে উদ্ধার হল অবৈধ গাঁজা। ধীরে ধীরে রক্ষকদের মুখোশ খুলছে, বেরিয়ে আসছে তাদের আসল চেহারা। খবরে প্রকাশ, ত্রিপুরা পুলিশে কর্মরতা আলপনা বেগমের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আলপনা বেগম এর মত কিছু কিছু পুলিশকর্মীর জন্য সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট আজ কলঙ্কিত। যারা রক্ষক তারাই যদি ভক্ষকের ভূমিকায় জনসমক্ষে চলে আসে, তাহলে রক্ষকদের উপর সাধারণের ভরসা থাকবে কি করে ? সাধারণ মানুষের মনে এখন শুধু একটাই প্রশ্ন অন্যান্য অবৈধ কারবারি দের সঙ্গে যে ধরনের ব্যবহার হয়, পুলিশে কর্মরতা আলপনা বেগমের সঙ্গে ও কি একি ব্যবহার হবে নাকি সহজেই ছাড়া পেয়ে যাবেন আলপনা বেগম। এখন শুধু এটাই দেখার।

Post a Comment

0 Comments