IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- উজান অভয়নগরে খুন হলেন এক আইনজীবী। জানা গেছে, বৃহস্পতিবার উজান অভয়নগর পোস্ট অফিসের সামনে নিজ বাড়িতে খুন হন আইনজীবি প্রদীপ মোদক। জানা গেছে, এই ঘটনায় সকাল থেকে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা স্থলে উপস্থিত আছেন পুলিশ, ডগস্কোয়াড এবং ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য। যা খুনের সঙ্গে সম্পূর্ণ ভাবে যুক্ত। পুলিশ জানিয়েছে তারা এখন খুনের মোটিভ নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা জানিয়েছে, নিহত আইনজীবী প্রদীপ মোদকের বাড়ির জায়গায় ফ্ল্যাল্ট বাড়ি নির্মাণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা জানতে পেরেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আইনজীবী খুনের পেছনে পারিবারিক কোন ঘটনা থাকতে পারে বলে পুলিশের ধারনা। তবে এখনই সব কিছু স্পষ্ট ভাবে বলা যাচ্ছেনা বলে পুলিশ জানিয়েছে। তারা জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই খুনের আসল রহস্য জানা যাবে। পুলিশ এও জানিয়েছে এই খুনের পেছনে পরিবারের লোকের কোন হাত না বাইরের লোকের হাত আছে সেই বিষয়ে তদন্ত করছে তদন্তকারী টিম।
0 Comments