IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডে নয়া মোড়। হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তদন্তকারী পুলিশ প্রদীপ মোদকের বোন জবা মোদকের বিছানার বালিশে রক্তের দাগ পায়। জানা গেছে, পুলিশ সেই রক্ত মাখা বালিশটি উদ্ধার করেছে। অনুসন্ধানকারী পুলিশের ধারনা বোন জবা মোদক ঘটনার সাথে জড়িত আছেন। কারণ বোন জবা মোদকের সাথে পুলিশ কথা বলতে গিয়ে তার কথাবার্তাতে অসংলগ্নতার ছাপ স্পষ্ট পরিলক্ষিত করে। তবে এখনো পুলিশ সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তদন্তকারী পুলিশ ধারণা করছে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েই প্রান হারাতে হয়েছে অবিবাহিত প্রদীপ মোদককে। জানা গেছে, প্রদীপ মোদকের বোন জবা মোদককে জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী পুলিশ।
0 Comments