IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল বেলা ১১ ঘটিকায় পানিসাগর ডিওয়াইএফআই ও টিওয়াইএফ মহকুমা কমিটির উদ্যোগে পানিসাগর মহকুমা দপ্তরে অনুষ্ঠিত হয় একটি কনভেনশন। উক্ত কনভেনশনে সভাপতিত্ব করেন কমরেড অবনি দে এবং কৃষিরুং হালাম। তাছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড শীতল দাস, টিওয়াইএফ পানিসাগর মহকুমা কমিটির সভাপতি চালচুংরাম হালাম, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড সন্ধ্যা চাকমা, টিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেন্দ্র রিয়াং, সিআইটিইউ পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অজিত দাস। এই কনভেনশন কে কেন্দ্র করে পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করা হয় মিছিলের মাধ্যমে। উক্ত কনভেনশনে আলোচ্য বিষয়বস্তু গুলি ছিল বেকার যুবকদের কর্মসংস্থান, গরিব মেহনতী মানুষদের অবৈধ ভাবে ভাতা বাতিল করা। নগর পঞ্চায়েতের উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা, এসডিএম এবং নগর পঞ্চায়েত অফিসের কাজ দ্রুত সম্পন্ন করা। রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা করা, সামাজিক ভাতা দুই হাজার টাকা করা, গরিব ও মেহনতী মানুষদের রেগা ও টুএপ এর কাজ আরও বেশি করে প্রদান করা। উক্ত কনভেনশনে প্রায় শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
0 Comments