৪২৫ কৌটা প্রায় ১২লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক এক যুবক



India Infoway নিজেস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য, ধর্মনগর: রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে ডাক দিয়েছিলেন তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। 


উত্তর জেলায়ও প্রচুর পরিমানে সামগ্রী উদ্ধার হয়েছে। কিন্তু  নেশা কারবারিরা তাতেও হাল ছাড়েনি। রাজ্যে প্রতিদিনই কোথাও না কোথাও নেশা সামগ্রী সহ কারবারি কে আটক করছে পুলিশ। তেমনি সোমবার রাত ৯:৩০ নাগাদ কদমতলা থানা দিন ইচাই লালছড়া এলাকা থেকে প্রচুর পরিমান ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে উত্তরের গোয়েন্দা বিভাগের পুলিশ সহ কদমতলা থানার পুলিশ ও উত্তর জেলার পুলিশ সুপারের যৌথ অভিযানে উদ্ধার ৪২৫ কৌটা (container) ব্রাউন সুগার। আটক করা হয় এক যুবককে।যুবকের নাম বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন (২৯) পিতাঃ আব্দুল মতিন। চুরাইবারি থানা দিন উত্তর ফুলবাড়ী এলাকার বাসিন্দা। সে আজ রাত নটা নাগাদ চুরাইবারি এলাকা থেকে TR05A/8439 নম্বরের একটি লাল রঙের সুপার স্পেন্ডার দিয়ে এই বিপুল পরিমান ব্রাউন সুগার ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু গোয়েন্দা পুলিশ ও উত্তর জেলা পুলিশ সুপারের কাছে খবর ছিল যে বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন বাইকে করে ব্রাউন সুগার ধর্মনগরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। তাই পুলিশ ও গোয়েন্দা পুলিশ আজ সকাল থেকে উৎ পেতে বসে থাকে লালছড়া এলাকায়। অবশেষে রাত আনুমানিক ৯:৩০ নাগাদ হাতে নাতে ধরা পড়ে ৪৫০ কৌটা ব্রাউন সুগার সহ  নেশা কারবারি বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন। সাথে আটক করা হয় তার সুপার স্পে্লন্ডার মোটর বাইকটি। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান তাদের কাছে গোপন খবর ছিল সেই গোপন খবরের ভিত্তিতে আজ নাতে ব্রাউন সুগার সহ নেশা কারবারি জয়নাল হোসেন কে পাকড়াও করতে সক্ষম হয়েছেন। তবে বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন উত্তর জেলার মধ্যে নম্বর ওয়ান নেশা কারবারিদের তালিকায় উঠে এসেছিল। অনেকদিন থেকে খবর ছিল কিন্তু হাতেনাতে তাকে আটক করা না গেলেও অবশেষে আজ সে পুলিশের জালে উঠে। এর পূর্বেও বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেনের অনেক নেশাজাতীয় সামগ্রী পুলিশ উদ্ধার করলেও তাকে পাকড়াও করতে সক্ষম হয়নি। অবশেষে আজ ৪৫০ কৌটা ব্রাউন সুগার সহ পুলিশ তাকে আটক করে। অবশেষে লালছড়া বাজার এলাকা থেকে ব্রাউন সুগার সহ ধৃত ব্রাউন সুগার সরবরাহকারী জয়নাল হোসেন ও তার TR05A/8439 নম্বরের সুপার স্পে্লন্ডার টি ও কদমতলা থানতে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। জানা গেছে ৪২৫ কৌটা ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

Post a Comment

0 Comments