উত্তর জেলার বনদপ্তরকে শীত ঘুমে রেখে অবাধে বিক্রি হচ্ছে অজগর সাপের মাংস।



IIW : ওয়েব ডেস্ক :- উত্তর জেলার বনদপ্তরকে শীত ঘুমে রেখে অবাধে বিক্রি হচ্ছে অজগর সাপের মাংস। প্রতি কেজি অজগর সাপের মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার জম্পুই হিলসে। গভীর জঙ্গল থেকে উপজাতি যুবকরা অজগর সহ বিভিন্ন সাপ ধরে প্রকাশ্য দিবালোকে জবাই করে সেগুলি চড়া দামে বিক্রি করছে। জম্পুই পাহাড় সহ গোটা এলাকায় এমনকি মিজোরাম রাজ্যেও তার যোগান দেওয়া হচ্ছে। তবে সে দিকে নজর নেই ভাংমুন থানার পুলিশের এবং বন দপ্তরেরও। এক কথায় প্রশাসনকে কম্বো নিদ্রায় রেখে প্রকাশ্য জনসভায় এইভাবে বিভিন্ন সাপগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে। যার ফলে ধীরে ধীরে রাজ্য থেকে অজগর সাপ প্রায় বিলুপ্তির পথে। এক একটি অজগর সাপের ওজন প্রায় 10-12 কেজি। এভাবে প্রতিদিন অজগরসহ অন্যান্য আরও বিভিন্ন প্রায় কুড়িটি সাপ ধরে বিক্রি করা হচ্ছে। এভাবে আজ বেশ কয়েকদিন ধরে চলতে থাকলে ওই এলাকাতে আর সাপ দেখা যাবে না বলে স্থানীয়দের অভিযোগ। যার ফলে একদিকে যেমন পরিবেশ তার ভারসাম্য হারাবে অন্যদিকে, অজগর সাপের মত নামি সাপ প্রায় বিলুপ্ত হয়ে যাবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ বনদপ্তর নাকি ওই ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের প্রণামী পাচ্ছে। আর প্রকাশ্যে এভাবে দিবালোকে এই সাপগুলি বিক্রি করতে থাকায় তারই অনুমান করা যায়।

Post a Comment

0 Comments