IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মঙ্গলবার দুপুরে ধর্মনগরের নতুন বাজার এলাকায় বিদ্যুতের লাইন সাড়াই করতে গিয়ে নতুন বাজার কল অফিসে কর্মরত আবদুল সালাম নামের জনৈক কর্মী গুরুতর আহত হয়। সহকর্মীরা গুরুতর অবস্থায় আবদুল সালাম কে তড়িঘড়ি করে নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে। জানা গেছে, গত কাল থেকেই নতুন বাজার এলাকায় বিদ্যুতের সমস্যা ছিল, তা সাড়াই করতে গিয়েই দুর্ঘটনার কবলে পরে বিদ্যুত কর্মী আবদুল সালাম। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতলেই চিকিৎসাধীন গুরুতর আহত এই বিদ্যুত কর্মী।
0 Comments