IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে একল দৌড় অনুষ্ঠিত হল ধর্মনগরে। রাজ্যে ২০০২ সাল থেকে স্বামী বিবেকানন্দের বিচার ধারাকে সামনে রেখে শিক্ষিত ভারত, সুস্থ ভারত ও জাগরিত ভারত করার লক্ষে কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসাবে স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে একল সপ্তাহ পালন করা হয়। রাজ্যের ৭২০ টি গ্রামে একল সপ্তাহ পালনের পর একল রাজ্য ভাগের উদ্যোগে একল দৌড় অনুষ্ঠিত হল ধর্মনগরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একল রাজ্য ভাগের সভাপতী জগদীশ দেব নাথ, বিশিষ্ট সমাজ সেবিকা মলিনা দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। একল রাজ্যভাগের উদ্যোগে আয়োজিত এই একল দৌড় ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মনগরবাসীর বেশ নজর কাড়ে।
0 Comments