ধর্মনগর মহাবিদ্যালয়ে শুরু হলো দু'দিন ব্যাপী "সাইন্স এন্ড টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট" শীর্ষক ন্যাশনাল সেমিনার।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনে ধর্মনগর চ্যাপ্টার এর উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি- আগরতলার সহযোগিতায় ধর্মনগর মহাবিদ্যালয়ে শুরু হলো দু'দিন ব্যাপী "সাইন্স এন্ড টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট" শীর্ষক ন্যাশনাল সেমিনার। মঙ্গলবার সকালে দুদিন ব্যাপী এই সেমিনারের শুভ উদ্বোধন করেন আগরতলা থেকে আগত ইগনো রিজিওনাল ডিরেক্টর ডঃ কিরণ শংকর চক্রবর্তী। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটি এর অধ্যাপক ডঃ অনুপ কুমার দাস। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অরবিন্দ মাহাতো। উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ দিলীপ দাস।


Post a Comment

0 Comments