IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- সময়ের সাথে সাথে আজকাল শিশুরাও আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। তাই খেলাধুলার প্রতি তাদের অনিচ্ছা অধিক পরিমাণ পরিলক্ষিত হয়। খেলাধুলার প্রতি শিশুদের উৎসাহ বজায় রাখার উদ্দেশ্যে এই প্রথমবারের মতো ধর্মনগরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী শিশু উৎসব। আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে এই শিশু উৎসব শুরু হবে এবং তা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত এই শিশু উৎসবে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫৫ টি বিদ্যালয়ের প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রী ৬ টি সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করবে। তিন দিনব্যাপী ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দান শিশুদের কলরবে আনন্দে মেতে উঠবে। তিন দিনব্যাপী এই উৎসবে সারাদিন চলবে একক সংগীত, একক নৃত্য, সমবেত নৃত্য, আবৃত্তি, আকস্মিক বক্তৃতাসহ বিভিন্ন আনন্দদায়ক বিষয়। উৎসবকে সুন্দর করে তুলতে ইতিমধ্যে উত্তর ত্রিপুরার বিশিষ্টজনদের নিয়ে একটি পরামর্শদাতা কমিটি, একটি সাংগঠনিক কমিটি এবং বেশ কয়েকটি উপ কমিটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানটি উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, বিদ্যুৎ ও পূর্ত দপ্তর সহ বেশ অনেকজন উৎসাহী ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
0 Comments