IIW : নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি :- "করোনা ভাইরাসের ভয়" এর দরুণ সন্ধ্যা রাতে রাস্তার তেমাথায় মোমবাতি জ্বালিয়ে পূজার্চনা করছেন গ্রামের মহিলারা; যাতে করে এই ভাইরাস তাদের গ্রামে না ঢুকতে পারে। এটা অন্ধবিশ্বাস কিংবা গুজব বললে ভুল হবে। তবে হিন্দু সংস্কৃতির পরম্পরা বলেই তারা বিশ্বাস করে আসছেন। আসলে এটা আতঙ্ক। ইন্টারনেটের দৌলতে এই ডিজিটাল যুগে তাড়াতাড়ি সব কিছু ভাইরাল হয়। চিনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। গোটা বিশ্ব তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টি নিয়ে চিন্তিত। ভারত সরকার কিছু নীতি- নির্দেশিকা জারি করেছে যাতে করে এই ভাইরাসের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যায়। বুধবার সন্ধ্যাবেলা কদমতলা ব্লক এলাকায় কুর্তি গ্ৰাম পঞ্চায়েতের মানিক নগর গ্রামের মহিলারা প্রধান সড়কের তেমাথা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে পূজা-অর্চনা করেন, যাতে করে তাদের গ্রামে করোনা ভাইরাস ঢুকতে না পারে। ইতিমধ্যে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই ধর্মীয় রীতিনীতি মেনে তেমাথা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে করোনা ভাইরাস প্রতিরোধের প্রচেষ্টা চালাচ্ছেন তারা।
0 Comments