ধর্মনগরে শুরু হলো তিন দিনব্যাপী শিশুমেলা।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বৃহস্পতিবার প্রচন্ড উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হল ধর্মনগরে তিন দিনব্যাপী শিশু মেলার যার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া তথা পুর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নিতি দেব মহোদয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন মহোদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রী ভবতোষ দাস মহোদয়, জেলার মুখ্য শিক্ষা উপ-অধিকর্তা রীপন চক্রবর্তি মহোদয়, জেলা পরিষদের সদস্য জয়জিত শর্মা মহোদয়, বিশিষ্ট সমাজ সেবিকা মলিনা দেব নাথ মহোদয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন মহোদয় জানান যে, "মোট ৫০-৫১ টি বিদ্যলয়ের কচিকাঁচারা এই মেলায় যোগদান করবে, যার মধ্যে শহরের ১৫-১৮ টি বিদ্যালয় বাদ দিলে বাকি সবগুলি বিদ্যালয়ের কচিকাঁচারা গ্রাম এবং প্রত্যন্ত এলাকা থেকে এসেছে। এমন একটা দিন ছিল, কিছুই ছিল না, ছিল শুধু মিছিল, শুধু লড়াই লড়াই লড়াই। এখন আর কোনও রাজনীতি মূলক শ্লোগান নেই। সামাজিক রীতিনীতি মেনেই সমাজ গঠিত হয়। ৩ দিনের জন্য এই মেলার উদ্বোধন হলেও তা ৪ দিনব্যাপী ও চলতে পারে। কারন ১৭টি সাংস্কৃতিক দল থেকে এখন তা বেড়ে হয়েছে ৫৯ টি। রাজ্য সরকার সবার আগে মানুষের ক্ষুধা নিবারণ করতে চাইছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের নেতৃত্বে রাজ্য এখন এগিয়ে চলছে। উদ্বোধক নিতি দেব মহোদয়া প্রথমেই ধর্মনগর বাসীদের অভিনন্দন জানান, শিশু মেলাকে একটি বিশেষ আনন্দের উৎসব বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, প্রত্যেকেরই ইচ্ছা থাকে যদি আবার শিশু কালটা ফিরে পেতাম, প্রত্যেক শিশুর উপরই মা- বাবার অনেক প্রত্যশা থাকে।

Post a Comment

0 Comments