IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ১২ ফেব্রুয়ারী বুধবার থেকে রান্নার জন্য ব্যবহৃত প্রতি এলপিজি সিলিন্ডারে দাম বেড়ে গেল ১৪৯ টাকা। এই সিদ্ধান্তের সাথে সাথেই গৃহস্থের মাথায় হাত। এভাবে প্রতিনিয়ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়ায় পৌঁছে যাচ্ছে। ফলে বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে গোটা দেশে একই সাথে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়। সারা দেশের সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ধর্মনগর কংগ্রেস ভবনের সম্মুখে ধর্মনগর মহিলা কংগ্রেসের উদ্যোগে দু'ঘণ্টার গণ-অবস্থান করা হয়। এই অবস্থান থেকে আওয়াজ ওঠে- অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধে লাগাম টানতে হবে। রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডার পিছু বর্ধিত মূল্য হ্রাস করতে হবে ইত্যাদি। এই গণঅবস্থানে ধর্মনগরের মহিলা কংগ্রেসের সদস্যাদের সাথে সাথে উত্তর জেলার কংগ্রেস নেতৃত্ব কেবল কান্তি নন্দী ও অনুকূল চক্রবর্তী উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব কংগ্রেসের সভাপতি নিরুপম দে।
0 Comments