IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগরে নয় টি ৫০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার মিজোরামের এক মহিলা। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ধর্মনগর মোটরস্ট্যান্ড এলাকায় মিজোরামের লিলি চড়াই হালাম নামের এক মহিলাকে ৯ টি ৫০০ টাকার জাল নোট সহ এলাকার ব্যবসায়ীরা এবং বি এম এস কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। লিলি চরাই হালাম কে মহিলা থানায় আটক করে রাতে জিজ্ঞাসাবাদ চালানো হয়, শুক্রবার ধৃত এই মহিলা কে আদালোতে সোপর্দ করা হয়। ঘটনার বিবরণে জানা যায় লিলি প্রথমে পদ্মা সিনহা নামের এক সব্জি বিক্রেতার কাছ থেকে ১৪০ টাকার সব্জি কিনে একটা ৫০০ টাকার নোট দিয়ে বাকি
টাকা ফেরত নেয়। তারপর সে দয়ারাম দাসের কাছ থেকে ৪০ টাকার লাই পাতা সহ কিছু জিনিস কিনে আরেকটা ৫০০ টাকার নোট দেয়, সেই সব্জি বিক্রেতার কাছে ৫০০ টাকার খুচরো না থাকায় সে খুচরো নিতে পাশের একটা দোকানে যায়। সেখানে নোট টি দেখেই দোকানদার জাল নোট বলে ধরে ফেলে, সাথে সাথে লিলি চরাই হালাম ঘটনার আঁচ করতে পেরে দৌরে গিয়ে ব্রীজের নিচে কিছু নোট ফেলে দেয়। এরমধ্যেই মানুষ লিলিকে ধরে পুলিশে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে, রাতের অন্ধকারে বাকি নোট গুলি খোঁজে বার করা যায় নি। জানা গেছে লিলি'র হাতে একটি হেন্ডব্যাগ ছিল সেই হেন্ডব্যাগ থেকে পুলিশ ৯ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। একসাথে এতগুলি জাল নোট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। পুলিশের ধারনা এই মহিলা জাল নোটের একটি বড়সড় রেক্যাটের সাথে জড়িত রয়েছে।
টাকা ফেরত নেয়। তারপর সে দয়ারাম দাসের কাছ থেকে ৪০ টাকার লাই পাতা সহ কিছু জিনিস কিনে আরেকটা ৫০০ টাকার নোট দেয়, সেই সব্জি বিক্রেতার কাছে ৫০০ টাকার খুচরো না থাকায় সে খুচরো নিতে পাশের একটা দোকানে যায়। সেখানে নোট টি দেখেই দোকানদার জাল নোট বলে ধরে ফেলে, সাথে সাথে লিলি চরাই হালাম ঘটনার আঁচ করতে পেরে দৌরে গিয়ে ব্রীজের নিচে কিছু নোট ফেলে দেয়। এরমধ্যেই মানুষ লিলিকে ধরে পুলিশে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে, রাতের অন্ধকারে বাকি নোট গুলি খোঁজে বার করা যায় নি। জানা গেছে লিলি'র হাতে একটি হেন্ডব্যাগ ছিল সেই হেন্ডব্যাগ থেকে পুলিশ ৯ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। একসাথে এতগুলি জাল নোট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। পুলিশের ধারনা এই মহিলা জাল নোটের একটি বড়সড় রেক্যাটের সাথে জড়িত রয়েছে।
0 Comments