প্রকাশ হলো পর্যটন নিগমের নতুন লোগো


আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হলো ত্রিপুরা পর্যটন নিগমের নতুন ‘লোগো’। মঙ্গলবার মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই লোগোর সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোগোর সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে যে ৫১ পীঠ রয়েছে সেই ৫১ পীঠ মাতাবাড়ি সংলগ্ন কল্যাণ সাগরের পাড়ে হুবহু গড়ে তোলা হবে। যাতে করে পর্যটক এবং দর্শনার্থীরা এক সাথে একই জায়গায় এসে ৫১টি পীঠ দর্শন করতে পারেন।
উল্লেখ্য, ত্রিপুরা পর্যটন নিগমের নতুন লোগোটি তৈরী করেছেন এন আই টি আগরতলার ছাত্র দেব দত্ত ভৌমিক। এদিন মুখ্যমন্ত্রী তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।

Post a Comment

0 Comments